বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে বস্তির ঘরগুলো পুড়ে গেলেও তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে বস্তির পাশে থাকা একটি ভবনে আগুনে ছড়িয়ে পড়েছে। আগুনে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রূপনগরের 'ট' ব্লকের বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে আমাদের ১১ ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬, ২২ ও ২৫ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২০/আপডেট: ১২৩২ ঘণ্টা
এমএমআই/পিএম/এএটি