বুধবার (১১ মার্চ) রাতে সাতক্ষীরা শহরের মিল বাজারের নাজমা স্যানিটারির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক নাজমুল ইসলাম সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের নাছিরুল করিমের ছেলে।
এ ঘটনায় কাউন্টার টেরিজম ইউনিটের সদস্য পুলিশ পরিদর্শক মোহাম্মদ উল্লাহ ফয়সল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম গাজীপুর জেলার এ্যালোন টেক্স গ্রুপে (টেক্সটাইল অ্যান্ড স্পিনিং গার্মেন্টস) চাকুরির সময় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত হয়ে উগ্রবাদী কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা বুধবার রাতে নাজমুলকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছেন।
এ ঘটনায় বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ও সাইবার সিকিউরিটি অ্যান্ড টেরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ উল্লাহ ফয়সল বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় রাতেই আটক নাজমুলের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন।
এদিকে, আটক সন্দেভাজন জঙ্গিকে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা আমলি আদালত-১ হাজির করে মামলার বাদী ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালতের বিচারক ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এনটি