রাজশাহী: করোনা ভাইরাস মোকাবিলায় রাজশাহী জেলা প্রশাসনকে সহায়তা দিতে কাজ করবে সেনাবাহিনী। বুধবার (২৫ মার্চ) থেকে তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হকের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
তারা জানান, বুধবার থেকে রাজশাহী মহানগরী ছাড়াও প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর টহল শুরু করবে।
কোথাও যেন জনসমাগম না হয় সে বিষয়ে তারা নজরদারি করবেন। মানুষকে বোঝাবেন। এছাড়া করোনা পরিস্থিতি কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ বাড়াতে না পারেন সেটি তারা নিশ্চিত করবেন।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার তারা বিভাগীয়, জেলা এবং উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে তাদের করণীয় ঠিক করেছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই তারা সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এসএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।