ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ৩০৭ জনের নমুনা পরীক্ষায় করোনা মেলেনি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
রাজশাহীতে ৩০৭ জনের নমুনা পরীক্ষায় করোনা মেলেনি

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ল্যাবে (পরীক্ষাগারে) গত ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৩০৭ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে রাজশাহী বিভাগের কোনো ব্যক্তির করোনা শনাক্ত হয়নি। সবার রিপোর্টই নেগেটিভ এসেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রামেক হাসপাতালের করোনা চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১ পয়লা এপ্রিল রামেকে করোনা ল্যাব চালু করা হয়।

এরপর ৩০৭ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা হয়। এর মধ্যে বগুড়ার এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এর বাইরে রাজশাহী বিভাগে কোনো পজিটিভ রোগী মেলেনি।

ডা. আজিজুল হক আজাদ জানান, শনিবারও ল্যাবে নতুন ১১৩ জনের নমুনা এসেছে। এর মধ্যে ৯৪ জনের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। ল্যাবে একসঙ্গে ৯৪টি নমুনা পরীক্ষা করা যায়। বাকি যে নমুনাগুলো রয়েছে সেগুলো আগামী রোববার (১২ এপ্রিল) পরীক্ষা করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া দুই রোগীকে সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের বাড়ি পাবনা এবং অপরজনের রাজশাহী মহানগরের নওদাপাড়া এলাকায়। পাবনা থেকে আসা ছাত্র ঢাকার মিরপুরে থাকতেন। আর নওদাপাড়া এলাকা থেকে এসে ভর্তি হওয়া ব্যক্তি ব্যবসায়ী। তিনি ব্যবসার কাজে ঢাকার মিরপুরে গিয়েছিলেন।

করোনা চিকিৎসক টিমের প্রধান বলেন, ঢাকার মিরপুর এলাকায় অনেকগুলো করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। সে কারণে এই দুইজনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ তারা দুইজনেই ওই এলাকায় ছিলেন বা গিয়েছিলেন।

আর তাদের পর্যবেক্ষণে থাকা এই দুইজনের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ থাকলেও পাবনার ছাত্রের জ্বর কিছুটা কমেছে। তাদের দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

এ সময় রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনা পরিস্থিতিতেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক চলছে। শনিবারও হাসপাতালে ৫৬৮ জন রোগী ভর্তি আছেন। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ২৯৩ জন। এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ও শুক্রবার (১০ এপ্রিল) ৭৬টি অস্ত্রোপচার হয়েছে বলেও উল্লেখ করেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা সাইফুল ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।