তিনি বলেন, সকালে তিনজনের সঙ্গেই তিনি কথা বলেছেন। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে তাদের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়েছে।
ডা. আজাদ বলেন, করোনার উপসর্গ নিয়ে বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে দু’জন রোগী ভর্তি রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া এ দু’জনকে সংক্রমক ব্যাধি হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে বৃহস্পতিবার একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আগামী শুক্রবার (১৭ এপ্রিল) আরেকজনেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। আর আগের যে দু’জন ভর্তি ছিলেন তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
রাজশাহীতে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দু’জন রাজশাহীর পুঠিয়ার ও অপরজন বাগমারা উপজেলার। তাদের তিনজনের মধ্যে দু’জন নারায়ণগঞ্জফেরত। একজন ঢাকার শ্যামলী থেকে রাজশাহী এসেছেন।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২০
এসএস/আরবি/