শুক্রবার (১৭ এপ্রিল) খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। ইতোমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে জানান তিনি।
এ দিকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে খাগড়াছড়িতে আসা শ্রমিকদের ১৯০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এবং ১৫১ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ।
ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, আইসোলেশনে থাকা পাচঁজনসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ও হোম কোয়ারেন্টিনে থাকা সবাই নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন কারখানার শ্রমিক। এ পর্যন্ত ৩৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলেও ২২ জনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাকী নমুনার রিপোর্ট এখনো আসেনি।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০২০
এডি/এবি