ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনা: গোপালগঞ্জে সুস্থ হ‌য়ে বাড়ি ফিরলেন ৭ পুলিশ সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
করোনা: গোপালগঞ্জে সুস্থ হ‌য়ে বাড়ি ফিরলেন ৭ পুলিশ সদস্য

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ও একজন নার্স গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য। 

জেলায় এ পর্যন্ত ১৮ পুলিশ সদস্যসহ মোট ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে টুঙ্গীপাড়ায় এক দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বতর্মানে জেলায় আইসোলেশনে রয়েছেন ৩০ জন রোগী।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলার বেশ কয়েকজনের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখান থেকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত বলে রিপোর্ট আসে।

ওই ডাক্তার ও নার্সকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন বলেন, করোনা ভাইরাস আক্রান্ত মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য সুস্থ হওয়ায় তাদের আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তারা সুস্থ হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।