ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মোহনপুরে ৮৪ বছরের বৃদ্ধের করোনা শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
মোহনপুরে ৮৪ বছরের বৃদ্ধের করোনা শনাক্ত

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে ৮৪ বছর বয়সী এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি বা তার পরিবারের সদস্যরা বাইরে থেকে আসা কারও সংস্পর্শে ছিলেন না বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক। তবে ওই ব্যক্তি করোনার উপসর্গ কাশি আছে।

রোববার (২৬ এপ্রিল) নমুনা পরীক্ষা শেষে তার করোনা শনাক্ত হয়। এরআগে শনিবার (২৫ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করা হয়।

তাকে আপাতত বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। এছাড়া তার শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সিভিল সার্জন।

এর আগে রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর রোববার পর্যন্ত জেলায় মোট নয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ। আক্রান্তদের মধ্যে পুঠিয়া উপজেলায় পাঁচজন, বাগমারায় একজন, মোহনপুর দুইজন ও বাঘা উপজেলায় একজন রয়েছেন।

এদের মধ্যে সাতজনই ঢাকা-নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এসেছেন। তারা নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া করোনা শনোক্তের পর আইডি হাসপাতোলের আইসোলেশনে থাকায় ৮০ বছরের এক ব্যক্তি সকালে মারা যান। তার মরদেহ কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে রাজশাহীর হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।