ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, মে ৩, ২০২০
রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (০২ মে) বিকেলে তার মৃত্যু হয়। পরে রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে জ্বর, বমি ও গলাব্যথা নিয়ে হাসপাতালে আসেন ওই নারী। এরপর জরুরি বিভাগ থেকে তাকে খ্রিস্টান মিশন হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বাংলানিউজকে বলেন, শুক্রবার (০১ মে) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন ওই নারী।

শনিবার দুপুরে তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ০৩, ২০২০
এসএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।