রোববার (২৪ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এসব তথ্য জানান।
তিনি জানান, রাজশাহী বিভাগে গত ১২ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়।
গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, সর্বোচ্চ ১৬৬ জনের করোনা শনাক্ত হওয়ায় বিভাগে করোনার নতুন হটস্পট এখন বগুড়া জেলা। এ জেলার ২৮ জন করোনা আক্রান্ত এখন হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হয়েছেন ১৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে জয়পুরহাটে। সেখানে সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। নওগাঁয় বিভাগের তৃতীয় সর্বোচ্চ ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১২ জনের করোনা ধরা পড়েছে।
এদিকে রাজশাহী জেলায় করোনা রোগী ৩৯ জন। পাবনায় ৩১ জন, নাটোরে ৫১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৬ জন ও সিরাজগঞ্জে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ৫ জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ২৪, ২০২০
এসএস/আরবি/