নওগাঁ: নওগাঁর বদলগাছীতে উপজেলার চাংলা গ্রামে গভীর নলকূপের একটি ঘর থেকে অজ্ঞাতপরিচয় দুই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর আহমেদ বাংলানিউজকে জানান, সকালে চাংলা গ্রামের মাঠের মধ্যে গভীর নলকূপের একটি ঘরে দুই নারীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত দুই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া দুই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
এদিকে হত্যাকাণ্ডের সঠিক রহস্য উৎঘাটনে বিভিন্ন গোয়েন্দা বিভাগের ঊধ্বর্তন মহল মাঠে নেমেছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।