শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে দলটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বাংলানিউজে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
আওয়ামী লীগের আরেক নেতা জানিয়েছেন, কয়েক দিন আগে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার করোনা উপসর্গ দেখা দিলে নমুনা দেন। তাতে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে ডাক্তারের পরামর্শে নিজের সরকারি বাসায় আইসোলেশনে আছেন তিনি। তবে সুস্থ আছেন তিনি। তার কোনো সমস্যা হচ্ছে না ৷
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এসকে/টিএ