সোমবার (৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের আটকের বিষয়টি জানায় এটিইউ।
আটকরা হলেন- ফাহিম (২২), আলতাফ মৃধা (২৩) ও হেলাল উদ্দিন (৪৯)।
এটিইউ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গুলশান-২ নম্বর এলাকা থেকে প্রথমে ফাহিমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আলতাফ ও হেলালকে আটক করা হয়।
ফাহিম অনলাইন সার্ভিস নামে একটি ফেসবুক পেইজের মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, মাদকদ্রব্য বিক্রয়, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যাদি বিক্রয়সহ আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক পণ্য বিক্রি করতেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিম জানায় এসব পণ্য আলতাফ ও হেলালের কাছ থেকে সংগ্রহ করে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেন তিনি।
আটকদের বিরুদ্ধে গুলশান থানায় দুটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানায় এটিইউ।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
পিএম/এনটি