ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেসবুকে মাদকসহ নিষিদ্ধ পণ্য বিক্রির অভিযোগে আটক ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
ফেসবুকে মাদকসহ নিষিদ্ধ পণ্য বিক্রির অভিযোগে আটক ৩ 

ঢাকা: ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে মাদক, আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক পণ্য বিক্রির দায়ে তিনজনকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সোমবার (৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের আটকের বিষয়টি জানায় এটিইউ।  

আটকরা হলেন- ফাহিম (২২), আলতাফ মৃধা (২৩) ও হেলাল উদ্দিন (৪৯)।

 এ সময় তাদের কাছ থেকে নগদ এক লাখ ৬২ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোন, পাঁচ হাজার ৪০ পিস ইয়াবা, বিভিন্ন ধরনের পাঁচ কেজি নিষিদ্ধ যৌন উত্তেজক জেল ও ১৬ ধরনের নিষিদ্ধ মালামাল উদ্ধার করা হয়।

এটিইউ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গুলশান-২ নম্বর এলাকা থেকে প্রথমে ফাহিমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আলতাফ ও হেলালকে আটক করা হয়।

ফাহিম অনলাইন সার্ভিস নামে একটি ফেসবুক পেইজের মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, মাদকদ্রব্য বিক্রয়, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যাদি বিক্রয়সহ আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক পণ্য বিক্রি করতেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিম জানায় এসব পণ্য আলতাফ ও হেলালের কাছ থেকে সংগ্রহ করে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করতেন তিনি।

আটকদের বিরুদ্ধে গুলশান থানায় দুটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানায় এটিইউ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।