ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

কমলাপুরে ২ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ এক ব্যক্তি আটক

সিনিয়র করেসপডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, জুলাই ৮, ২০২০
কমলাপুরে ২ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ এক ব্যক্তি আটক .

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আকাশ ঘোষ নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে বেশ কয়েকটি স্বর্ণের বার উদ্ধার করে রেলওয়ে পুলিশ। যার ওজন চার কেজি ৪১৫ গ্রাম।

বুধবার (৮ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়।


ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন বাংলানিউজ জানান, সিলেট থেকে কালনী ট্রেনে করে কমলাপুরে আসেন আকাশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন চার কেজি ৪১৫ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকা।  তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।