ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাহারা খাতুনকে শেষ শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
সাহারা খাতুনকে শেষ শ্রদ্ধা

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহে  শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। 

শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১১টায় রাজধানীর বনানী কবরস্থানে দাফনের আগে এ শ্রদ্ধা জানানো হয়।  

প্রথমে রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রীর পক্ষে থেকে সাহারা খাতুনের মরদেহ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এরপর শ্রদ্ধা নিবেদন করা হয় জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষ থেকে। পরে আওয়ামী লীগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।  

শ্রদ্ধাঞ্জলি শেষে সাহারা খাতুনের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।  

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটে সাহারা খাতুন থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৬ জুলাই সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেওয়া হয়।

২০০৮ সালে ঢাকা-১৮ আসন থেকে সাহারা খাতুন সংসদ সদস্য নির্বাচিত হন। এ আসনে তিনি পর পর তিন বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হলে তিনি দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এর পর মন্ত্রিসভায় তার দপ্তর পরিবর্তন হলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।