ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সংঘর্ষে দুই বাস পুকুরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
গাজীপুরে সংঘর্ষে দুই বাস পুকুরে

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পিপুলিয়া এলাকায় সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি বাস পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে মিরেরবাজার-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার পিপুলিয়া এলাকায় মিরেরবাজার-ঘোড়াশাল সড়কে বাদশা পরিবহনের যাত্রীবাহী দু’টি বাসের সংঘর্ষ হয়।

এতে বাস দু’টি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দু’পাশে দুই পুকুরে পড়ে যায়। বাস দু’টির মধ্যে একটি পুকুরে সম্পূর্ণ ডুবে গেছে। এ সময় অনেক যাত্রী বাস থেকে বেরিয়ে এসেছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে বাসে কোনো যাত্রী আটকে আছে কিনা তা এখনো জানা যায়নি। বাস দু’টি উদ্ধার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।