ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাহেদ করিমের উত্তরা অফিসে জাল নোট পেয়েছে র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
সাহেদ করিমের উত্তরা অফিসে জাল নোট পেয়েছে র‌্যাব

ঢাকা: রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের উত্তরা অপর একটি কার্যালয়ে অভিযান চালিয়ে র‌্যাব ১ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করেছেন বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

গ্রেফতার সাহেদকে আজই (বুধবার) ডিএমপির গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় র‌্যাব হেডকোয়ার্টারে নানান প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

 

তিনি বলেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের উত্তরা অপর একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে। এছাড়াও সাহেদ বালু ব্যবসায়ী, পাথর ব্যবসায়ী ও রিকশা চালকদের ভুয়া লাইসেন্স দিয়ে প্রতারণা করে আসছিলেন।  

বিস্তারিত আসছে....

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।