ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

পাটুরিয়ায় পার হচ্ছে পণ্যবোঝাই ট্রাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, আগস্ট ১, ২০২০
পাটুরিয়ায় পার হচ্ছে পণ্যবোঝাই ট্রাক ফাইল ফটো

মানিকগঞ্জ: সকাল গড়িয়ে দুপুরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদে ঘরমুখো মানুষ ও যাত্রীবাহী পরিবহনের চাপ কিছুটা কমে এসেছে। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পার করা হচ্ছে তিন চার দিন আগের আটকে থাকা পণ্যবোঝাই ট্রাক।

শনিবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পাটুরিয়া ঘাটে র্কমরত সার্জেন্ট খায়রুল আলম।  

তিনি জানান, বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কিছু কিছু গাড়ি ঘাটের দিকে এলেও তা আগের তুলনায় অনেক কম। যার কারণে পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে ছোট গাড়ি (প্রাইভেটকার) ও যাত্রীবাহী পরিবহন পার করা হচ্ছে।

তিনি বাংলানিউজকে বলেন, সকালেও ঈদে ঘরমুখো যানবাহনের চাপ ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কিছুটা কমে আসছে। এ কারণে এখন পণ্যবোঝাই ট্রাক পার করা হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।  
আর ঢাকা থেকে অল্প কিছু গাড়ি আসছে এ সব গাড়ি সরাসরি ফেরিতে উঠে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পার হচ্ছে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে ফের ঘাটে ছোট গাড়ির চাপ পড়তে পারে কারণ অনেকে কোরবানির মাংস নিয়ে গ্রামের বাড়ি যাবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।