ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

এসি বিস্ফোরণ

দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে: ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে: ডিসি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন বলেছেন, যারা দগ্ধ হয়েছেন, তাদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে এসেছিলাম। এখান থেকে রোগীদের ঢাকায় পাঠানো হয়েছে।

আমি ঢাকায় যোগাযোগ করেছি এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।  
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে দগ্ধদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।  

এর আগে রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের (তল্লা সবুজবাগ জামে মসজিদ নামেও পরিচিত) এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন মুসল্লি অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একটি শিশু মারা গেছে। বাকিদের বেশিরভাগেরই শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে।  

ডিসি বলেন, স্বাস্থ্য সচিবসহ শীর্ষ পর্যায়ে কথা বলেছি, অনুরোধ করেছি, তারা বিষয়টি দেখছেন এবং তারা সেখানে যাবেন। জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যারা থাকবে, তাদের চিকিৎসায় কোনো গাফিলতি হবে না। যারা দগ্ধ হয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ হন সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। আমরা যে যেখানে আছি, সেখান থেকেই তাদের সাপোর্ট দেব। এখানে চিকিৎসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এখানেও যদি কোনো সাপোর্ট লাগে, তাও দেওয়া হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আব্দুল মতিন খান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর আব্দুল করিম বাবুসহ অনেকে।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।