ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

দগ্ধ মুসল্লিদের চিকিৎসার খোঁজ-খবর রাখছে ধর্ম মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
দগ্ধ মুসল্লিদের চিকিৎসার খোঁজ-খবর রাখছে ধর্ম মন্ত্রণালয় ...

ঢাকা: নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মুসল্লিদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর রাখছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ওই ঘটনায় নিহতদের মৃত্যুতে ধর্ম সচিব ড. মো. নুরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ধর্ম সচিব শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন আহত মুসল্লিদের সর্বাত্মক সুচিকিৎসার বিষয়ে মন্ত্রণালয় খোঁজ-খবর রাখছে।

নারায়ণগঞ্জের  সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) এশার নামাজ আদায়কালে  এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হন প্রায় ৪০ জন।

ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মসজিদের মুয়াজ্জিন এবং একজন শিশুসহ এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।