ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

মসজিদে এসি বিস্ফোরণ: মরদেহের অপেক্ষায় এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
মসজিদে এসি বিস্ফোরণ: মরদেহের অপেক্ষায় এলাকাবাসী বিভিন্ন মসজিদ থেকে ১২টি খাটিয়া আনা হয়েছে মরদেহ দাফনের জন্য।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় নিহতদের স্বজন ও এলাকাবাসী মরদেহের অপেক্ষায় রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ১২ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নামে।

বিভিন্ন মসজিদ থেকে ১২টি খাটিয়া আনা হয়েছে মরদেহ দাফনের জন্য। এলাকায় সেচ্ছাসেবীরা মরদেহ দাফন করবেন এবং তাদের সহায়তায় থাকবেন টিম খোরশেদের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।