ঢাকা: ‘বাড়িতে বাড়িতে মানুষকে আরবি পড়িয়ে ছেলেদের বড় করেছি। অনেক কষ্ট করে দুই ছেলেকে লেখাপড়া করাচ্ছিলাম।
এসব বলতে বলতে হাসপাতালের এদিক সেদিক ঘোরাঘুরি করছেন আর আর্তনাদ করছেন নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দুই ছেলে সাব্বির ও জুবায়েরকে হারানো পারুল বিবি। একটু পর পর বিড় বিড় করে প্রলাপ বকছেন তিনি।
পারুল বিবি জানান, নারায়ণগঞ্জ এলাকায় তিন ছেলেকে নিয়ে থাকেন। তার স্বামী নুরুল উদ্দিন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিয়নের চাকরি করে। সে অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে আরেকটা বিয়ে করে।
তিনি বলেন, আমার দুই ছেলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। গতকাল বিকেলেও একসঙ্গে কোরআন শরীফ পড়েছি। আসরের নামাজ শেষ করে তারা বাসায় এসেছে। পরে আবার এশার নামাজ পড়তে ওই মসজিদে যায়। সেখানেই দুই ছেলে দগ্ধ হয়। পরে রাতেই ছেলে দুজনের সংবাদ পেয়ে হাসপাতালে আসি। ছেলেদের কাছে যেতে পারিনি। অনেক চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলতে পারিনি আমি।
এসময় ‘আমার কলিজারা কোথায় গেলি’, ‘আমার কলিজারা কোথায় গেলি’ বলে চিৎকার করছিলেন তিনি।
পারুলের তিন ছেলের মধ্যে সবার বড় সাব্বির। এরপর জুবায়ের ও সবার ছোট ইয়াসিন (৯)।
সাব্বির নারায়ণগঞ্জ কলেজে অনার্স ৩য় বর্ষে লেখাপড়া করতো। আর জুবায়ের পড়তো নারায়ণগঞ্জের তুলারাম কলেজে ২য় বর্ষে।
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এজেডএস/এইচএডি/