ঢাকা: নারায়ণগঞ্জের মসজিদে অগ্নিদগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান।
তিনি বলেন, আমি প্রতিটি রোগী দেখেছি, সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের দেখে এ কথা বলেন তিনি।
আব্দুল মান্নান বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটি রোগীকে দেখেছি। বেশিরভাগই ৬০ শতাংশের ওপরে দগ্ধ। বাকি ৫ থেকে ৬জন এর একটু কম দগ্ধ। তাদের নিয়ে আমরা আশাবাদি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত থেকে একাধিকবার ইনস্টিটিউটের পরিচালকের সঙ্গে কথা বলেছেন, খোঁজখবর নিয়েছেন। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তিনি নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে অগ্নিদগ্ধদের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের সচিব বলেন, এইমধ্যে জেলা প্রশাসনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা কাজ করছে। তাদের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থাগুলোও তদন্ত করে দেখছে। আমরা জানতে পেরেছি, তারা চিহ্নিত করতে পেরেছে, কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে। গ্যাস পাইপের কোনো জায়গা থেকে লিক হয়েছে সেটিও তারা চিহ্নিত করেছে। তবে, আরও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে ঘটনার কারণ সম্পর্কে। আপনারা দ্রুততার সঙ্গে এসব জানতে পারবেন।
এসময় ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় সবারই শ্বাসনালী পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। আমরা তাদের জন্য সর্বাত্মক চেষ্টা করছি।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
টিএম/ওএইচ/