ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

মসজিদে বিস্ফোরণ: ছেলে হারিয়ে বিলাপ করছেন মর্জিনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
মসজিদে বিস্ফোরণ: ছেলে হারিয়ে বিলাপ করছেন মর্জিনা

ঢাকা: কিশোর ছেলে মঈনুদ্দিনকে (১২) হারিয়ে বিলাপ করছেন মা মর্জিনা বেগম। ছেলেকে হারিয়ে পাগল প্রায় এ মা।

বারবার বিলাপ করছেন আর ছেলের স্মৃতিকাতর করছেন। ছেলে হারা এইমায়ের আর্তনাদে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আকাশ-বাতাস ভারি হয়ে ওঠেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে বারবার বিলাপ করছেন মা মর্জিনা বেগম।

ছেলের স্মৃতি স্মরণ করে মর্জিনা বলেন, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ছেলে বললো মা ভালো আছি, চিন্তা করো না। আর এখন চিকিৎসক মরদেহ দেখিয়ে বলে এটা মঈনুদ্দিনের মরদেহ।

মর্জিনা বেগম বারবার বিলাপ করছেন আর ছেলের স্মৃতি স্মরণ করে কাঁদছেন। বলছেন, আমার ছেলে এতো ভালো, ১২ মাস নামাজ রোজা করতো, ও আল্লাহ তুমি কেনে তারে কেড়ে নিলা, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন। দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে আরও ৩৭ জনকে ভর্তি রয়েছেন। চিকিৎসাধীন দগ্ধ মুসল্লিদের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।