ঢাকা: বাংলাদেশ রেলওয়ে আগামী ১৪ জানুয়ারি থেকে ঢাকা-জয়দেবপুর-ঢাকার মধ্যে অতিরিক্ত একজোড়া তুরাগ এক্সপ্রেস- চালু করছে।
রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত ১৪ জানুয়ারি দুপুর ১টা ৩০ মিনিট ঢাকা কমলাপুর স্টেশনে উক্ত নতুন ট্রেন উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকা শহরের যানজট নিরসনকল্পে ও ঢাকায় অফিস/কলেজ/বিশ্ববিদ্যালয়গামী ও অন্যান্য সম¥ানিত যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে এ সার্ভিস চালু হচ্ছে।
নতুন এ রুটের ট্রেন তুরাগ এক্সপ্রেস-৭ ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৩০ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা-৫০ মিনিটে।
অপরদিকে তুরাগ এক্সপ্রেস-৮ জয়দেবপুর থেকে ছাড়বে বিকাল ৪টায়, ঢাকা পৌঁছাবে বিকাল ৫টা ১৫ মিনিটে।
বাংলাদেশ সময়: ১৬২০ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২