ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় মামলা

রাজশাহী: রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নৌকার মালিকসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌ-পুলিশ। নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর দামকুড়া থানায় মামলা দায়ের করেন।

 

মামলার আসামিরা হলেন- নৌকার মালিক ঈসা, মিলন ও নৌকার মাঝি সুমন।

রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বাংলানিউজকে বলেন, পদ্মায় নৌকা ভ্রমণে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হলেও তারা যাত্রীদের লাইফ জ্যাকেট না পরিয়ে নৌকায় উঠান। অবহেলার জন্য নৌকাডুবির ঘটনায় মালিক ও মাঝির নামে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ১৫ জন যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবির ঘটনা ঘটে। পরে ১৩ জনকে উদ্ধার করা হলেও বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দু’জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।