ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বন্যার কবলে রাজশাহীর ২০ হাজার মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
বন্যার কবলে রাজশাহীর ২০ হাজার মানুষ

রাজশাহী: বন্যার কবলে পড়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার ২০ হাজার মানুষ। অতিরিক্ত বৃষ্টির কারণে পানি বাড়ায় উপজেলার সাতটি ইউনিয়নের মানুষ গত এক সপ্তাহের অধিক সময় পানি বন্দী হয়ে পড়েছেন।

বন্যার কারণে বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন লোকজন।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহের প্রবল বৃষ্টির কারণে রাজশাহীতে বন্যা দেখা দিয়েছে। বাগমারা উপজেলার গনিপুর, বাসুপাড়া, কাচারী কোয়ালীপাড়া, দ্বীপপুর, বড়বিহানালী, ঝিকরা ও যোগীপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানি ঢুকে পড়েছে।  

স্থানীয়রা জানান, বন্যার পানিতে কোটি কোটি টাকার পানবরজ ডুবে গেছে। হাজার হাজার একর পাকা ধান, পাট ও সবজি ক্ষেত বন্যায় ভেসে গেছে। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। মানুষ ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। গৃহপাালিত পশু নিয়েও বিপাকে পড়েছেন তারা।  

গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু বলেন, বন্যায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বন্যা কবলিত এলাকায় সব সময় নজর রাখছি আমরা। বানভাসি মানুষের খোঁজখবর নিচ্ছি। সরকারের ঊর্ধ্বতন মহলকেও অবহিত করেছি।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ বলেন, বৃষ্টির কারণেই বন্যার প্রার্দুভাব দেখা দিয়েছে। বৃষ্টি কমে গেলে দ্রুত বন্যার পানি নেমে যাবে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।