ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

রাজশাহী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে শিশু নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
রাজশাহী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে শিশু নিখোঁজ ...

রাজশাহী: রাজশাহী শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে রিফাত নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত শুক্রবার দুপুরের দিকে কাউকে কিছু না বলে পুনর্বাসন কেন্দ্র থেকে শিশুটি পালিয়ে যায় বলে কর্তৃপক্ষ দাবি করেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে একই সাথে ৩ জন শিশু নিখোঁজ হয়। এর মধ্যে ওই দিন জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এর সহায়তায় ঈশ্বরদী ও রাজশাহী রেলওয়ে থানার মাধ্যমে ২ জনকে উদ্ধার করা হয়। শিশু রিফাত এখনো নিখোঁজ রয়েছে।

এর আগে, গত ১৯ জুন রাজশাহী শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে দুই শিশু পালিয়ে যায়। দুই দিন পরে তাদের খোঁজ মেলে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।