ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ৩ জেএমবি সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
রাজশাহীতে ৩ জেএমবি সদস্য আটক

রাজশাহী: রাজশাহীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ পৃথক অভিযান চালিয়ে নগরীর বেলপুকুর ও জেলার পুঠিয়া থানা এলাকা থেকে তাদের আটক করে। এরমধ্যে নগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য আবদুল হান্নান ও শহিদুল ইসলামকে এবং জেলার পুঠিয়া থানা এলাকা থেকে জিয়াউর রহমানকে আটক করা হয়।  

জিয়াউর রহমান জেএমবির থানা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনজনকেই থানা পুলিশে সোপর্দ করেছে র‌্যাব। এ নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।