ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
রাজশাহীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত ...

রাজশাহী: ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা এবং রক্ত-প্লাজমা ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে মহানগরীর ভদ্রা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সঙ্গীতজ্ঞ পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। উদ্বোধনের সময় প্রদীপ জ্বালানো হয়।

অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর জীবনী, আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র। স্বাগত বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।  

অনুষ্ঠানে রক্ত এবং প্লাজমা ডোনেশন ক্যাম্প সম্পন্ন করতে সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।