ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

রাজশাহী: খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে ওমর আলী (৫১) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ওমরের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বড়বাড়ি এলাকায়। তার বাবার নাম দিনু সরদার।

নিহতের ছেলে মো. খোরশেদ বাংলানিউজকে জানান, তার বাবা শখের বশে সাপ ধরে খেলা দেখান। সম্প্রতি তিনি একটি বিষধর গোখরা সাপ ধরেন। ভুলবশত সাপটির বিষদাঁত ভাঙা হয়নি। রোববার বিকেলে নাটোরের বড়বাড়ি বাজারে তিনি লোক জড়ো করে খেলা দেখাচ্ছিলেন। একপর্যায়ে সাপটি তার হাতে ছোবল দেয়।

এসময় উপস্থিত দর্শক ও আত্মীয় স্বজনরা প্রথমে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।