ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীকে ধর্ষণ: সেই মাদরাসা সুপার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
শিক্ষার্থীকে ধর্ষণ: সেই মাদরাসা সুপার গ্রেফতার আব্দুল কাদের

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে অষ্টম শ্রেণির এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে  ওই মাদরাসার সুপার আব্দুল কাদেরকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।

গ্রেফতার আব্দুল কাদের মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদরাসার সুপার (প্রধান শিক্ষক)।

এর আগে সোমবার (০৫ অক্টোবর) বিকেলে মিরপুর থানায় ওই মাদরাসা সুপারের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।  

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদরাসার অফিস কক্ষে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় হওয়া মামলায় একমাত্র আসামিকে রাত সাড়ে ৯টার সময় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।