ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: বাদশা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: বাদশা মঞ্চে কথা বলছেন ফজলে হোসেন বাদশা

রাজশাহী: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের এই সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা এ দেশের নারীদের ধর্ষণ করত। স্বাধীনতার পর এ যুগেও যারা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করছে, তারা নব্য রাজাকার! ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এটা হবে আইনের মাধ্যমে তাদের কঠোর শাস্তি নিশ্চিতের যুদ্ধ।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফজলে হোসেন বাদশা বলেন, দেশে এখনও দুর্নীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না। এ জন্য আইনের সংশোধন প্রয়োজন। আইন সংশোধন করে কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে। অর্থ পাচার বন্ধ হবে।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, শুধু ছোটবনগ্রাম বালিকা বিদ্যালয় নয়, আমার নির্বাচনি এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের দিকে নজর রয়েছে। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। যদি কোন প্রতিষ্ঠানে বাকি থাকে দ্রুতই প্রকল্প দেওয়া হবে। কাজ চলমান থাকলে দ্রুত শেষ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাদরুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, নগরীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, স্কুলের প্রধান শিক্ষক নাসিমা খাতুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এসএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।