ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে হেরোইনসহ তিন মাদক বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
রাজশাহীতে হেরোইনসহ তিন মাদক বিক্রেতা আটক

রাজশাহী: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৪ নভেম্বর) সকালে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- গোদাগাড়ী উপজেলার সাগুয়ান গ্রামের মৃত মিলনের ছেলে মো. কামরুজ্জামান (২৩), আমতলীপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (৪০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি গ্রামের সাইফুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (২৩)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। অভিযানে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।