ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২৭

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২৭ ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর ) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১০ জন, তানোর থানা চারজন, মোহনপুর থানা তিনজন, পুঠিয়া থানা দু’জন, বাগমারা থানা পাঁচজন, চারঘাট মডেল থানা দু’জন ও বাঘা থানা পুলিশ একজনকে আটক করে।

এতে আরও জানানো হয়, অভিযানে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।