ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে আদম ব্যবসায়ীকে ৫ বছরের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
রাজশাহীতে আদম ব্যবসায়ীকে ৫ বছরের কারাদণ্ড

রাজশাহী: রাজশাহীতে আদম ব্যবসায়ী মো. খলিলুর রহমান লিটনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. উজ্জল মাহমুদ এ রায় দেন।

দণ্ডিত মো. খলিলুর রহমান লিটন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার খইশাল গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২০ ডিসেম্বর আসামী লিটন বাগমারা উপজেলার ঝাড়গ্রাম এটিএম মোকসেদুরসহ ১০-১২ জনকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে মোট ১১ লাখ টাকা হাতিয়ে নেন। তাদের বিদেশ পাঠাতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চাইলে লিটন অস্বীকৃতি জানায়। পরে তাদের ভুয়া চেক দেন লিটন।

এ মামলার অভিযোগের প্রেক্ষিতে ৪ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।