ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ছিনতাইয়ের সময় প্রতারক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
রাজশাহীতে ছিনতাইয়ের সময় প্রতারক আটক

রাজশাহী: রাজশাহীতে ছিনতাইয়ের সময় পটু বাবু (৩৫) নামে এক প্রতারককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।

পটু বাবু রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার নবাবজান শেখের ছেলে। আটকের সময় তার কাছ থেকে একটি নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালের পরিচয়পত্র পাওয়া গেছে। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, পটু বাবু কখনও সাংবাদিক আবার কখনও ডিবি পুলিশ পরিচয় দিয়ে থাকে। এসব ভুয়া পরিচয় দিয়ে সে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বেড়ায়। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি এবং প্রতারণার মামলা আছে।  

ওসি বলেন, গোদাগাড়ী থেকে আসা উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে জোর করে ৩০০ টাকা কেড়ে নিচ্ছিলো পটু বাবু। তখন লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে তাকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় পটু বাবুর বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলা করেছেন ভুক্তভোগী উজ্জ্বল। তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।