ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাসিকের বিভাগীয় সমন্বয় সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
রাসিকের বিভাগীয় সমন্বয় সভা

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নের স্বার্থে নবম বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৮ নভেম্বর) বিকেলে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বিভিন্ন দিক-নির্দেশনা দেন। সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সিটি করপোরেশনকে আর্থিকভাবে সচ্ছল করতে ফিক্সড তহবিল গঠন করতে চাই। যার মাধ্যমে আগামীতে সিটি করপোরেশনের আর্থিক বুনিয়াদ শক্তিশালী হবে। যার ফলে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া সহজতর হবে।

সভায় করোনা সংক্রান্ত বিষয়ে কন্ট্রোল রুম স্থাপন, সিটি ইউনিভার্সিটি চালুকরণ, সিসি ক্যামেরা স্থাপন, করোনার প্রকোপ বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, সিটি করপোরেশনের সব কার্যক্রম কম্পিউটার প্রোগ্রামিংয়ের আওতায় আনয়ন, কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বাধ্যতামূলক কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রতিদিনের হাজিরা নিশ্চতকরণ, যেকোনো অনুষ্ঠানের বিজ্ঞাপন ও বিলবোর্ড অপসারণের উদ্যোগ নেওয়া, শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় নির্মিতব্য অফিস ভবনের দ্বিতীয় তলায় রেস্ট হাউজ নির্মাণ, মশক নিধন কার্যক্রম, বৃক্ষরোপণ কার্যক্রমসহ নানাবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ঈ-সাঈদ, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষারসহ বিভিন্ন শাখা প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।