ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘গোল্ডেন মনিরের’ বাসায় র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
‘গোল্ডেন মনিরের’ বাসায় র‌্যাবের অভিযান গোল্ডেন মনিরের বাড়ি, ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় ব্যবসায়ী মনির ওরফে ‘গোল্ডেন মনিরের’ বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২১ নভেম্বর) ভোরে শুরু হওয়া অভিযান সকাল পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল।

 

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

অভিযানে এ পর্যন্ত বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, বিদেশি মুদ্রা ও মদ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের অন্যতম সহযোগী ছিলেন। এছাড়া তিনি স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রের অন্যতম সদস্য বলেও অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
পিএম/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।