ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

‘সীমান্ত হত্যা শূন্যের কোটায় নেওয়ার চেষ্টা চলছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
‘সীমান্ত হত্যা শূন্যের কোটায় নেওয়ার চেষ্টা চলছে’

রাজশাহী: সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামাতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

‘মুজিববর্ষর মাহেন্দ্রক্ষণে বিজিবি দিবস-২০২০ উপলক্ষে রাজশাহীর পদ্মা সীমান্তের প্রান্তিক জেলেদের মধ্যে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে নৌকা বিতরণকালে এ কথা জানান বিজিবি মহাপরিচালক।

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তের মানুষ যতো বেশি সাবলম্বী হবে, সেখানে মতো চোরাচালান কমে আসবে। সীমান্তবর্তী হতদরিদ্র ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ‘শত নৌকায় জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনে বিজিবি’ অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষের সমার্থক হিসেবে ১০০টি নৌকা প্রান্তিক জেলেদের সাবলম্বী করার প্রয়াসে দেওয়া হলো।

এ নৌকা দেওয়ার অনুষ্ঠানের মাধ্যমে সীমান্তবর্তী প্রান্তিক জেলেরা সঠিকভাবে জীবিকা নির্বাহ করবে এবং সাবলম্বী হয়ে অন্যদের স্বনির্ভর হওয়ার প্রেরণা জোগাবে। এ ১০০টি নৌকা শুধু ১০০ জন জেলেকেই নয় বরং ১০০টি পরিবার ও পরিবারের সদস্যদেরও নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে বলেও মনে করেন সাফিনুল ইসলাম।

তিনি উল্লেখ করে বলেন- এ জাতীয় অনুষ্ঠান আগামী দিনগুলোতে সীমান্তবর্তী জনসাধারণ ও বিজিবিকে নবউদ্দীপনায় সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনের বিভিন্ন কার্যক্রম গ্রহণে প্রেরণা জোগাবে।

এ সময় বিজিবি মহাপরিচালক মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের গরিব-দুঃখী ও মেহনতী মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির জনকের সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে সীমান্ত রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সীমান্তবর্তী হতদরিদ্র ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করবে।  

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম রাজশাহীর টি-বাঁধ এলাকা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে হতদরিদ্র ২৫ জন মাঝির মধ্যে ২৫টি নৌকা, নৌকার পাল, গেঞ্জি ও লুঙ্গি বিতরণ করেন।  

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিজিবি রিজিয়ন সদর দপ্তর রংপুর-এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কায়সার হাসান মালিক রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মো. মাসুদ, রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল ও রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়- ‘মুজিব জন্মশতবর্ষ’ উদযাপন উপলক্ষে বিজিবির উদ্যোগে বিভিন্ন রিজিয়নের তত্ত্বাবধানে পদ্মা, মেঘনা, যমুনা ও ইছামতি নদীর পাড়ের প্রান্তিক হতদরিদ্র মাঝিদের মধ্যে সর্বমোট ১০০টি নৌকা, নৌকার পাল, গেঞ্জি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।