ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান করোনায় আক্রান্ত

নোয়াখালী: নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তিনি নিজেই এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার বিকেল ৫টায় জেলা প্রশাসকের সরকারি বাসভবনে জেলা সিভিল সার্জনের অফিস থেকে স্বাস্থ্যকর্মী এসে নমুনা সংগ্রহ করেন। পরে আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষা করলে রাতেই ফলাফল পজেটিভ আসে।  

নমুনা পাঠানোর পর থেকেই জেলা প্রশাসক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তবে তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।