ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

বরযাত্রীবাহী ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার     

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
বরযাত্রীবাহী ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার     

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নববধূসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড।
 
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) হাতিয়া উপজেলার চানন্দী ঘাট থেকে ৭০-৮০ জন যাত্রী নিয়ে ক্যারিংচর এলাকার মেঘনা নদীতে ডুবে যায় ট্রলারটি।

স্থানীয়দের ভাষ্য মতে, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।  

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।  

তারা আরও জানান, নববধূ তাসলিমা ছাড়া তাৎক্ষণিকভাবে মৃত কারো নাম ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার শিকার যাত্রীদের অনেকে বিভিন্ন ঘাট দিয়ে তীরে উঠেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।  এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ৪০ জনকে।  তবে কতজন নিখোঁজ আছেন, তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।