ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

পুলিশের দেহ তল্লাশি করতে গিয়ে ভুয়া পুলিশ আটক

মিরাজ মাহবুব ইফতি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
পুলিশের দেহ তল্লাশি করতে গিয়ে ভুয়া পুলিশ আটক

ঢাকা: রাজধানীর পল্লবীতে এক পুলিশ সদস্যের দেহ তল্লাশি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন আকবর হোসেন বাবু (৪৩) নামে এক ভুয়া পুলিশ।  

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় মিরপুর ১০ নম্বর এলাকার এ ব্লকের মসজিদ ই বাইতুল মামুর জামে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।

ঘটনার শিকার ওই পুলিশ সদস্যের নাম মো. মনিরুল হাসান। তিনি বর্তমানে সার্জেন্ট অব পুলিশ হিসেবে দুই আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মরত।

এ ঘটনায় ভুয়া পুলিশ আকবর হোসেন বাবুর (৪৩) বিরুদ্ধে  মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পল্লবী থানায় এ বিষয়ে ১৬ ডিসেম্বর একটি মামলা করা হয়েছে।

ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা মনিরুল হাসান বলেন, রোববার (১৩ ডিসেম্বর) ৭ দিনের ছুটিতে কর্মস্থল ময়মনসিংহ থেকে ঢাকায় ফিরি। রাতে কেনাকাটার জন্য মিরপুর ১০ নম্বর শাহআলী মার্কেটে যাই। কেনাকাটা শেষ হতে রাত সাড়ে এগারোটা বেজে যায়। রিকশা নিয়ে এসময় বাসায় যাওয়ার সময় মিরপুর ১০ নম্বর এ ব্লকের মেইন সড়কে পৌঁছালে এক ব্যক্তি আচমকা রিকশা থামিয়ে নিজেকে পুলিশ পরিচয় দেয়। এরপর জোর করে রিকশা থেকে নামিয়ে  আমার দেহ তল্লাশির চেষ্টা করে। আমি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তাকে আইডি কার্ড প্রদর্শন করি। ওই ব্যক্তির আইডি দেখতে চাইলে সে দৌড়ে পালানোর সময় লোকজন তাকে ধরে ফেলে। এরপর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পল্লবী থানা পুলিশকে বিষয়টি অবগত করলে তারা ঘটনাস্থলে এসে তাকে আটক করে।

তিনি বলেন, ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তা বলে ছদ্মবেশ ধারণ করে মিথ্যা পরিচয় দিয়ে পেনাল কোড ৩৪১/৭০ ধারার অপরাধ করেছে। এ জন্য মামলা করেছি।

মামলার তদন্তকরী কর্মকর্তা পল্লবী থানার এস আই মিজান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি ভুয়া পুলিশ।

এদিকে পল্লবীর ১১ নম্বরের বড় মসজিদ রোড, ভাসানী মোড়, কালশি রোড, মিরপুর ৬ নম্বর চলন্তিকা মোড়, প্যারিস রোড, মিরপুর ১২ নম্বর ই ব্লকের পার্কের সড়কে গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে পথচারীদের গতিরোধ করে দেহ তল্লশিসহ বিভিন্ন হয়রানির অভিযোগ উঠেছে। কয়েকজন ভুক্তভোগী জানান একটি সংঘবদ্ধ চক্র রয়েছে যারা গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে নিরীহ মানুষের দেহ তল্লাশির নামে টাকা পয়সা হাতিয়ে নেয়। পল্লবী থানাকে বিষয়টি জানালেও তারা এ ব্যাপরে কোন উদ্যোগ গ্রহণ করেননি বলে জানান ভুক্তভোগীরা।  

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে বলেন, থানায় মামলা নেয়া হয়েছে। আর যারা এ কাজে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এমএমআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।