ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজেকে পেশাদার কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহ্বান আইজিপির

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
নিজেকে পেশাদার কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহ্বান আইজিপির

ঢাকা: পদের উপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদেরকে পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের (এসপি) উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

এসপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ২১ জন কর্মকর্তার র‌্যাংক ব্যাজ পরিধান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের সাফল্য কামনা করেন।  

পরে আইজিপি এবং অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এরপর আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি এবং ডিআইজিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
পিএম/এসএমএকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।