ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে হাইকোর্টের প্রধান ফটকের সামনে ও জিল্লুর রহমান ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের সঙ্গে কথা হলে এ তথ্য জানা যায়।

শাহবাগ থানার উপপরিদশর্ক (এসআই) মো. মনসুর আহমেদ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দিনগত রাতে হাইকোর্টের প্রধান ফটকের সামনে কোনো যানবাহনের চাপায় এক নারী নিহত হয়েছে। খবর পেয়ে সেখান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর পরনে কালো বোরকা ও লাল ওড়না ছিলো।

এদিকে, ক্যান্টনমেন্ট থানার এসআই জানান, বৃহস্পতিবার রাতে জিল্লুর রহমান ফ্লাইওভার ব্রিজের ঢালে কোনো এক যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ওই নারী ভবঘুরে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।