ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অবৈধ ওষুধ বিক্রি-মজুদের দায়ে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
বগুড়ায় অবৈধ ওষুধ বিক্রি-মজুদের দায়ে জরিমানা

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় অবৈধভাবে লাইসেন্স বিহীন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর  মিসব্রান্ডেড ওষুধ বিক্রি ও মজুদ করার অপরাধে পান্না স্টোরকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের ছাতাপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা।

নাছিম রেজা বাংলানিউজকে জানান, ঔষুধ আইন-১৯৪০ অনুযায়ী অবৈধভাবে লাইসেন্স বিহীন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর  মিসব্রান্ডেড ঔষুধ বিক্রি ও মজুদ করার অপরাধে পান্না স্টোরের মালিক মো. পান্নাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা ওই সব ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।