ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনার ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৪ 

ডিষ্ট্রিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
পাবনার ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৪ 

পাবনা : জমি নিয়ে বিরোধের জেরে পাবনার ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষে আজিজুল হক খোকন (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত খোকন উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বায়রাপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। আহতরা হলেন, আব্দুল আলীম (৪৬), টোকন হোসেন (৩০), আলম হোসেন (৩০) ও আলাল উদ্দিন (৩৩)। এদের মধ্যে আলীমকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিজমা নিয়ে বায়রাপাড়া গ্রামের আজিজুল হক খোকনের সঙ্গে তার চাচাতো ভাই আব্দুল আলীমের বিরোধ চলছিল। শনিবার বিকেলে জমির সীমানা নির্ধারণ নিয়ে আলীম ও খোকনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে খোকন ও আলীমসহ দু’পক্ষের ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাতুরির আঘাতে খোকনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসআইএস
    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।