ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সিসিইসিসি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সিসিইসিসি

ঢাকা: সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন-সিসিইসিসি। উইন্টার রিলিফ প্রোগ্রাম-২০২০ সালের আওতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

রোববার ( ২০ ডিসেম্বর) সিসিইসিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামে ২ হাজার দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার মানবাধিকার কমিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মমিনুল হক ভূঁইয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, সমাজকর্মী জয়নাল আবেদীন ভূঁইয়া, সিসিইসিসির পক্ষ থেকে শাহজালাল রশিদ চৌধুরী ও শাহনেওয়াজ হোসেন চৌধুরী।

চীনা প্রতিষ্ঠান সিসিইসিসি বাংলাদেশের বিভিন্ন স্থানে সামাজিক দায়বদ্ধতা থেকে নানা ধরণের সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এসব সেবামূলক কর্মসূচির অংশ হিসেবেই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।