ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে

কক্সবাজার: সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পুনরায় সেন্টমার্টিনে ফিরে যাওয়া দুই শতাধিক পর্যটকের একটি বড় অংশ এমভি ফারহান নামে একটি ট্রলারে করে কিছুক্ষণের মধ্যে টেকনাফের উদ্দেশে যাত্রা করবে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিজউকে জানান, আটকে পড়া মোট পর্যটক ছিল ২০৫ জন।

রোববার (২০ ডিসেম্বর) তাদের বিকল হয়ে যাওয়া ট্রলার থেকে উদ্ধার করে দ্বীপে ফিরিয়ে আনা হয়।

তিনি আরও জানান, দ্বীপে ফেরার পর পর স্পিডবোট ও কাঠের বোটে করে বেশির ভাগ পর্যটক টেকনাফ ফিরে গেছে। বাকি যারা আছেন তাদের নেওয়ার জন্য এমভি ফারহান নামে একটি ট্রলার বর্তমানে ঘাটে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে এসব পর্যটকদের নিয়ে চটকনারের উদ্দেশে রওয়ানা হবে ট্রলারটি।

এর আগে রোববার সকাল সাড়ে ৯টার দিকে ‘এসটি ভাষা শহীদ সালাম’ নামে জাহাজটি ২২৯ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। একইদিন বিকেলে সেন্টমার্টিন জেটিঘাট থেকে ২০৫ জন পর্যটক নিয়ে ফেরার পথে সাগরে ইঞ্জিন বিকল হয়ে যায়। আড়াই ঘণ্টা সাগরে আটকে থাকার পর যাত্রীদের স্পিডবোট ও ট্রলারে করে সেন্টমার্টিনে ফেরত নেওয়া হয়।

কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, আটকে পড়া পর্যটকদের অনেকেই ফিরে এসেছেন। বাকিদের নিয়ে আসা হচ্ছে।

এর আগে চলতি মৌসুমের ২৬ নভেম্বর এমভি ফারহান ক্রুজ নামে আরও একটি জাহাজ সাড়ে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ডুবোচরে আটকা পড়েছিল।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডিসম্বের ২১, ২০২০
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।