ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
আদিতমারীতে অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফসলি জমিতে গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিষার দোলায় সান টু ইটভাটা বন্ধ করে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সারপুকুর ইউনিয়নের বিষার দোলায় ফসলি জমির উপর অনুমোদনহীন সান টু নামে একটি ইটভাটা গড়ে তোলেন এন্তাজ আলী। অবৈধ এ ইটভাটা বন্ধ করতে স্থানীয় কৃষকরা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে জেলা প্রশাসক আবু জাফরের নির্দেশে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় ইটভাটা মালিক বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটা মালিকের এক লাখ টাকা জরিমানা আদায় করে বৈধ কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দেন।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।